ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিম্ন আদালতে সাংবাদিক শাকিলের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৯, ৬ ডিসেম্বর ২০২১
নিম্ন আদালতে সাংবাদিক শাকিলের জামিন আবেদন

শাকিল আহমেদ (ফাইল ফটো)

ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিব উল্যাহ হিরু আসামির পক্ষে জামিন আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, গত ৮ নভেম্বর আসামি শাকিল আহমেদ হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এর পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। তার জামিন প্রার্থনা করছি।

মামলার নথি ম্যাজিস্ট্রেট আদালতে থাকায় তা তলব করেন আদালত। আগামী ১৭ জানুয়ারি জামিন আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

গত ৪ নভেম্বর রাতে গুলশান থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দীপ্ত টিভির এক সংবাদ পাঠিকা।

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ