ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপিল বিভাগে জাপানি দুই শিশু

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৪, ১৩ ডিসেম্বর ২০২১
আপিল বিভাগে জাপানি দুই শিশু

বাবার সঙ্গে জাপানি দুই শিশু (ফাইল ফটো)

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নেওয়া হয়েছে। এখন দুই শিশুসহ তাদের বাবা-মা বিচারকদের খাস কামরায় অবস্থান করছেন। বিচারকরা তাদের কথা শুনছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিচারকদের খাস কামরায় প্রবেশ করেন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বেলা সাড়ে ১১টার মধ্যে ওই দুই শিশুকে নিয়ে বাবা ইমরান শরীফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। এরপর শিশুদের নিয়ে বেলা ১১টা ২০ মিনিটের দিকে বাবা ইমরান শরীফ আদালত প্রাঙ্গণে আসেন।

আরো পড়ুন:

আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে মায়ের কাছে হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। এরপর আদালত এ আদেশ দেন।

সোমবার (১৩ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুই শিশুকে ১৩ ও ১৪ ডিসেম্বর জাপানি মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়