ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২ বাসের রেষারেষিতে রাকিবের মৃত্যু: চালকেরা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৬ জানুয়ারি ২০২২  
২ বাসের রেষারেষিতে রাকিবের মৃত্যু: চালকেরা রিমান্ডে

রাজধানী মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যুর মামলায় বাসচালক মো. মনির হোসেন ও মো. ইমরানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর আবুল খায়ের দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত রিমান্ডের আদেশ দেন।

এরআগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

জানা যায়, গত ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে কে আগে আসতে পারে সেজন্য আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে যায় রাকিব। এক পর্যায়ে গাড়ির চাপায় পিষ্ট হয় সে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাকিবের বাবা নুরুল ইসলাম ওইদিন রাতেই রমনা থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন।

ঢাকা/মামুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ