ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীকে মারধর, এএসআই সাময়িক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১১ মার্চ ২০২২   আপডেট: ১৪:২৬, ১১ মার্চ ২০২২
ঢাবি শিক্ষার্থীকে মারধর, এএসআই সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারধর করায় পুলিশের একজন সহকারী উপ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার রায়হান আহমেদ লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী৷ তিনি ডেইলি সানের ঢাবি প্রতিনিধি।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ রাইজিংবিডিকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারপরও প্রাথমিক তদন্তে নিশ্চিত  হয়ে ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআইকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ শেষে হলের দিকে যাচ্ছিলেন রায়হান। ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এসবির এএসআই আব্দুর রব তার মোটরসাইকেল  ধাক্কা দেন।  ভুক্তভোগী কারণ জিজ্ঞাসা করা মাত্রই তাকে মারধর শুরু করেন রব। শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি আসলে আব্দুর রবকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ