ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৭ মে ২০২২   আপডেট: ১৩:৪৮, ১৭ মে ২০২২
আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আসলাম মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আশুলিয়া থানার নবীনগর সেনা কল্যাণ ভবনের পার্শ্ববর্তী রাস্তায় বাসের ভেতর ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়। বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সাভার পরিবহনে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকা/মাকসুদ/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়