ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

প্রকৌশলী সুব্রতকে হত্যার অভিযোগে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৬ মে ২০২২   আপডেট: ২৩:০২, ২৬ মে ২০২২
প্রকৌশলী সুব্রতকে হত্যার অভিযোগে মামলা

রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে ফেলে প্রকৌশলী সুব্রত সাহাকে হত্যা করা হয়েছে, এ অভিযোগ তুলে রমনা থানায় মামলা দায়ের করেছেন তার বড় ভাই স্বপন সাহা। মামলায় অজ্ঞাত দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মে) রাতে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহতের বড় ভাই স্বপন সাহা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুব্রত সাহা বাংলাদেশ সার্ভিস লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপক পরিচালক হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

স্বপন সাহা বলেছেন, ‘সুব্রতকে তার কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছে। সে প্রকৌশলী হিসেবে প্রায় ২০ বছর কাজ করেছে। এক বছর ধরে তাকে নির্ধারিত দায়িত্বের পাশাপাশি হিসাব বিভাগে কাজ করতে হচ্ছিল। এ নিয়ে তার মধ্যে হতাশা ছিল। কর্মস্থলে কারো সঙ্গে তার দ্বন্দ্বও থাকতে পারে। সুব্রতকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য থানায় হত্যা মামলা দায়ের করেছি।’

উল্লেখ্য, বুধবার (২৫ মে) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছাদ থেকে সুব্রত সাহার (৪২) লাশ উদ্ধার করা হয়।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ