ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৮ আগস্ট ২০২২  
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

মানবতারবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মিরপুর শাহ আলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ আগস্ট) দুপুরে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, রোববার (৭ আগস্ট) তাকে করা হয়। নজরুল ইসলামের বাড়ি খুলনার বটিয়াঘাটায়। তবে দীর্ঘদিন ধরে নজরুল মিরপুরের শাহ আলী থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান এবং পাঁচ বছর পলাতক ছিলেন তিনি। গত ২৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ছয় জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন, আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাসিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক থাকলেও অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়