ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় গার্ডার দুর্ঘটনায় মামলা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৬ আগস্ট ২০২২  
উত্তরায় গার্ডার দুর্ঘটনায় মামলা 

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ জনের প্রাণহানির ঘটনায় মামলা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। অবহেলার কারণে এ ঘটনা ঘটায় ক্রেনের চালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান, ক্রেন চালক এবং ওই এলাকায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের আসামি করা হয়েছে।  তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। 

সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন।
 

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়