ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিরোধী দলের রাজনীতি দমাতে গায়েবি মামলা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:১০, ১ ডিসেম্বর ২০২২
‘বিরোধী দলের রাজনীতি দমাতে গায়েবি মামলা’

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন,‘গায়েবি মামলার জন্মই হয়েছে বিএনপি কিংবা বিরোধী দলের রাজনীতিকে পুলিশ ও আদালত দ্বারা নিয়ন্ত্রণের জন্য। মামলার জন্মদাতা পুলিশ আর বাস্তবায়ন হয় নিম্ন আদালত থেকে।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ২০১২ সালের সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য ছিল। এদিন আদালতে হাজিরা দেন মির্জা ফখরুল। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার চার্জ শুনানির তারিখ পেছানোর আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করেন।

পরে মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসচিব চিফ জাস্টিসের বাসার সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে বোমা নিক্ষেপ ও ভাঙচুর করেছে, এটা হলো আজকের মামলার অভিযোগ। আমাদের রাজনীতি, সমাজ, আইন কোথায় চলে গেছে! বাস্তবে ওই দিন এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি। কারণ, ২০১২ সালে বিএনপি আন্দোলনরত ছিল। আপনারা দেখেছেন, এ কারণে ২০১৪ সালে নির্বাচন হয়নি। তখন পুলিশ গায়েবি মামলা দিত। আজকের এ মামলা সেই গায়েবি মামলার একটি। বিএনপির মহাসচিব এমন ঘটনা ঘটিয়েছেন, এটা যদি বিশ্বাসযোগ্য হয়; তাহলে আমরা এতদিন যে বলেছি গায়েবি মামলা দিচ্ছে, তাহলে গায়েবি মামলা বিশ্বাস করতে আপনাদের (সাংবাদিকদের) আর কষ্ট হওয়ার কথা নয় বলে আমি মনে করি। যাকে দিয়ে মামলা করিয়েছে, মামলার এজাহারে একমাত্র সেই ড্রাইভার ছাড়া আর কারো নাম উল্লেখ নেই।’

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ