ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:৫৪, ৩১ ডিসেম্বর ২০২২
পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজধানীর মৌচাক-মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গুরুত্বসহকারে নিয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, গোয়েন্দা নজরদারি ছিল না বিষয়টি এরকম নয়। আমারা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে ছড়িয়ে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে, কিন্তু তারা রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধা পেয়ে মৌচাক-মালিবাগে এসে মিছিলটি করে। জামায়াত পুলিশের কাছ থেকে গণমিছিলের অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। যেহেতু তারা বিনা অনুমোদনে একটা মিছিল বের করেছে, পুলিশের ওপর হামলা করেছে। সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করে  আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলা হবে মামলায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের অবশ্যই গ্রেফতার করা হবে।

/মাকসুদ/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়