ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৭ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১৭ জানুয়ারি ২০২৩  
৪৭ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

একটি বেসরকারি ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ‌্য জানিয়েছেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

আরো পড়ুন:

তিনি বলেন, জাকির ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যাদেশ নেন। এর বিপরীতে কুমিল্লার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখা থেকে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু, ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।

কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজ সমাপ্ত না করায় রাষ্ট্রীয় ক্ষতিসাধনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধান শেষে ২০২২ সালের মে মাসে জাকির হোসেনসহ আটজনের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

দুদকের সচিব জানান, জাকিরের এমন অপরাধে সিটি কর্পোরেশনের কাজটি অসমাপ্ত থেকে যায়। এতে জনভোগান্তির সৃষ্টি হয়। এছাড়া, পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে গিয়ে রাষ্ট্রের অতিরিক্ত ৭ কোটি টাকা ক্ষতি হয়।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়