নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৩ মে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ মে ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ মার্চ) মামলা তিনটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।
তিনটি মামলা হলো, কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলায় মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।
উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাত ১২টায় ও পরদিন দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী-দোকানকর্মীদের সংঘর্ষ হয়। এতে দোকান কর্মচারী মুরসালিনসহ নাহিদ হাসান নামে আরেক কুরিয়ারকর্মী নিহত হন। এছাড়া, সংঘর্ষে উভয়পক্ষ থেকে আহত হন আরও অর্ধশতাধিক।
এ ঘটনায় নিহত নাহিদের বাবা নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। আর পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করেন। একটি হলো পুলিশের ওপর হামলা, অন্যটি বিস্ফোরক আইনের মামলা।
ঢাকা/মামুন/ইভা
আরো পড়ুন