ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৩ মার্চ ২০২৩  
যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

আট বছর পালিয়ে থাকার পর যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামি আব্দুল খালেক তালুকদারকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশে আ্যন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, বুধবার (২২ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক  তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলার খারচাইল গ্রামে।

পুলিশ জানায়, তালুকদার মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে গ্রেপ্তার খালেকসহ অনান্যদের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়