ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুবাইয়ে নজরদারিতে আরাভ খান 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৩ মার্চ ২০২৩  
দুবাইয়ে নজরদারিতে আরাভ খান 

দুবাইয়ে স্বর্ণের ব্যবসায়ী হিসেবে সম্প্রতি আলোচনায় আসা রবিউল ইসলাম ওরফে আরাভ খান সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন। দুবাইয়ের বাংলাদেশ মিশনও এ বিষয়ে যোগাযোগ রাখছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেহেলী সাবরীন জানান, আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে যদি সহায়তা চায়, তাহলে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করবো। দুবাইয়ের বাংলাদেশ মিশন এ বিষয়ে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে অবস্থান করছেন। সম্প্রতি ক্রিকেট তারকা সাকিব আল হাসান দুবাইয়ে আরাভ খানের একটি গহনার শোরুম উদ্বোধনে গেলে বিষয়টি আলোচনায় আসে।

আরাভ খান দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় পাসপোর্টে। তাকে দেশে হত্যা মামলার আসামি হিসেবে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে বাংলাদেশ পুলিশ।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়