ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইলিয়াসের মামলায় নুরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:৫০, ২ এপ্রিল ২০২৩
ইলিয়াসের মামলায় নুরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৭ এপ্রিল

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের তারিখ আগামী ২৭ এপ্রিল ধার্য করেছেন আদালত।

রোববার (২ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ তারিখ ঠিক করেন।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম সম্প্রতি এ মামলায় নুরকে অভিযুক্ত করে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 

এরপর মামলাটি বিচারের জন্য সিএমএম আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়