ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরির ৭২ ঘণ্টা পর মায়ের কোলে ফিরলো নবজাতক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৩  
চুরির ৭২ ঘণ্টা পর মায়ের কোলে ফিরলো নবজাতক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরি হওয়ার ৭২ ঘণ্টা পর নবজাতক শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।

আরো পড়ুন:

তিনি রাইজিংবিডিকে বলেছেন, নবজাতককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। 

হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যায় এক নারী। এ ঘটনায় শিশুটির বাবা শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করেন।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়