ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

ব্যারিস্টার মাহবুব উদ্দিনসহ বিএনপিপন্থি ১৩ আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ব্যারিস্টার মাহবুব উদ্দিনসহ বিএনপিপন্থি ১৩ আইনজীবীর জামিন

ঢাকা জজকোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ১৩ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন ও আশরাফ জালাল খান মনন।

আইনজীবীদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

এর আগে এ মামলায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ৫০ জন আইনজীবী।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটি ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ পদযাত্রার আয়োজন করে। দুপুর ১২টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে রায় সাহেব বাজার অভিমুখে যাত্রা করে। কিছু দূর যেতেই পুলিশ তাদের পথরোধ করে। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনজীবীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। 

এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়