ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৫ ডিসেম্বর ২০২৩  
হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

হারানো মোবাইল ফোন সেট উদ্ধারে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। 

তিনি বলেন, চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানে অভিযান চালাতে হবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিশোর অপরাধ দমনে গুরুত্ব দিতে হবে। 

সভায় গত অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন: ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার অংশ নেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাকসুদ/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়