ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১৩, ৭ ডিসেম্বর ২০২৩
মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন 

বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিঝিল বক চত্বরের কাছে ওই বাসটিতে কে বা কারা আগুন দেয়। আগুনে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা হয়। এরপরই সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে হরতাল অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। এসব অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়