ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

নাশকতা: টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর দণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৭ ডিসেম্বর ২০২৩  
নাশকতা: টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর দণ্ড

রাজধানীর শাহাজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—ভাসানী চাকলাদার,  মহসীন, হানিফ হোসেন বাবু,  বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম মজনু, মো. তারিকুল ইসলাম জিকির, বাতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, আ. সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুল্লাহ টিপু, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ জামাল চৌধুনী আদিত্য, সেলিম, আহমেদ ও হুমায়ূন কবির নাহিদ।

রায়ে আসামিদের দণ্ডবিধির ১৪৮ ও ৩৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪২৭ ও ৩৪ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে, দুই ধারার সাজা একসাথে চলবে বলে আসামিদের ২ বছর করে সাজা ভোগ করলে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৪ জন খালাস পেয়েছেন।

জানা গেছে, রাজধানীর শাহাজাহানপুর এলাকায় ২০১৭ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়