ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

ঢাকার ৩২ থানার ওসি বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:১৬, ৮ ডিসেম্বর ২০২৩
ঢাকার ৩২ থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার( ৭ ডিসেম্বর) পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির জন্য অনুমোদন দেয় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে এ বদলি বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন। বুধবার আসন্ন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। নির্বাচন কমিশন এরই প্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলি প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে তাদের অন্যত্রে বদলি করতে চিঠি দেয় নির্বাচন কমিশন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলে আসছিল নির্বাচন কমিশন।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়