ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

বিএনপির ৪০ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১০ ডিসেম্বর ২০২৩  
বিএনপির ৪০ নেতাকর্মীর কারাদণ্ড

ছবি: প্রতীকী

১০ বছর আগে রাজধানীর কলাবাগান থানার নাশকতার মামলায় পৃথক তিন ধারায় বিএনপির ৪০ নেতাকর্মীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলাম, শাহ আলম সৈকত, মোহাম্মদ জাকির হোসেন, নোমান, এলিন, ওয়াসিউল হাসিব অনিক, পলাশ হাওলাদার, আমিরুল বেপারী চৌধুরী, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, রিপন আহাম্মেদ, আশরাফুল ইসলাম, শাহপরান, মাহমুদুল হাসান রুম্মান, কামাল, ফারুক, ফরহাদ, ইসমাইল শেখ, জুয়েল, শফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, রবিউল ইসলাম, মোস্তফা, রুবেল, রুবেল হোসেন ওরফে সোহেল, সিদ্দিক, ফয়সাল, শহিদুল, রাসেল, আব্দুল লতিফ, রুবেল, মনির হোসেন, রিয়াজুল হাসান রাসেল, রাজীব হাসান শিবলু, মাহফুজ ওরফে চঞ্চল, জসিম রানা ওরফে জসিম, জুবায়ের হোসেন,  অনুপ চন্দ্র রায় ও রবিউল ইসলাম নয়ন।

এক ধারায় তাদের চার মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ড, আরেক ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দশ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি ধারায় দুই মাসের সশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

এদিকে, ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়