ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় ৪ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৩
২৪ ঘণ্টায় ৪ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস বলছে, চলমান অবরোধে গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানান মিডিয়া সেল।

আরো পড়ুন:

মিডিয়া সেলের কর্মকর্তা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২টি বাস, ১টি ট্রাক ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন কাজ করেছে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৮টি।

/মাকসুদ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়