দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।
সোমবার (২২ এপ্রিল) রাতে কাফরুল থানা এলাকার বর্ণমালা সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার এস আই মাহমুদুল হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাফি (২০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. ইমরান হোসেন (২৪), রুমা (৪০), আছিয়া (২২), সুমি (৩০), রিতু (২০)।
কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি একটি বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কাজ চলে। এরপর ফোর্স পাঠিয়ে তাদের গ্রেপ্তার করি।
সুকান্ত/এনএইচ