ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬৫ বোমাসহ গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৪ মে ২০২৪  
৬৫ বোমাসহ গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে

৬৫টি হাতবোমাসহ গ্রেপ্তার করা তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

রাজধানীর পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ গ্রেপ্তার করা তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর সাহাবুদ্দিন মুন্সী বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে জামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

২২ মে রাতে রাজধানী ঢাকার পূর্ব বাড্ডার টেকপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ সময় গ্রেপ্তার করা হয় তিনজনকে। এ ঘটনায় র‌্যাব-৩ এর ইন্সপেক্টর (শহর ও যানবাহ) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়