ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ২১:২২, ১৩ আগস্ট ২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগ

এস এম আমীর হামজা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মোহাম্মদপুরের বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা নিজেই সাংবাদিকদের হুমকির কথা জানান। 

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন তিনি। বিচারক দুপুর ১২টার দিকে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। পরে বিচারক ২টা ২৩ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। বিচারক আদেশ দেওয়ার আগেই দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের একটি নম্বর থেকে বাদীকে মোবাইল ফোন করে এ হুমকি দেওয়া হয়।

আমীর হামজা বলেন, ‘মামলার আবেদন করেছি। বিচারক কী আদেশ দেবেন, তখনো জানি না। এরই মধ্যে ফ্রান্সের একটি নম্বর থেকে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

পড়ুন- শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ  

মোবাইল নম্বরটি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘ফ্রান্সের একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার কনসিকোয়েন্স (পরিণাম) জানি কি না। আমার বাড়ি কোথায়, আমি সেখানে থাকতে পারবো কি না; আমি এ মামলায় কোনও টাকা পেয়েছি কি না, আমি এ মামলা নিয়ে শেষ পর্যন্ত কতদূর যাব, গেলে আমি টিকে থাকতে পারবো কি না, এসব বিষয়ে বলে।’

নম্বরটি কার, কোথা থেকে আমার খোঁজ পেলো, বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। 

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়