ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৭, ২ ডিসেম্বর ২০২৪
শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন:

অন্য আসামিরা হলেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ ম রেজাউল করিম, নজিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্না, মনিরুল ইসলাম মনু।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় ১৮ জুলাই বেলা তিনটার দিকে গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে মামলা করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে বাদী।

ঢাকা/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়