ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণহত্যা: কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১২ জানুয়ারি ২০২৫  
গণহত্যা: কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর চানখাঁরপুলে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে এপিবিএন সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার সুজন হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে  সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে।

এর আগে, গত ১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।

গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়