ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন’

প্রকাশিত: ১৫:৩২, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৪, ২৯ জানুয়ারি ২০২৫
‘আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন’

নিহত মিনহাজুর রহমান ও তার স্ত্রী

‘আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন ভাই’ কেন করলেন আমাকে বিধবা, কেনো কিছুর বিনিময়ে আর পাবো? স্বামী হত্যার বিচার চেয়ে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যাত্রাবাড়ীতে খুন হওয়া প্রকৌশলী মিনহাজুর রহমানের স্ত্রী। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন।

শেষ সময়ে মিনহাজের পাশে ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। ওই সময়ের বর্ণনা দিয়ে তার স্ত্রী লিখেছেন, “শেষ দেখা। কী ছটফটই না করলো আমার মিনহাজ।”

সাইফুল ইসলাম নামে নিহতের এক প্রতিবেশী জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। নূরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভও দনিয়া কলেজে পড়তেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। রাজনীতি নিয়ে সৌরভদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে তিনি দাবি করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী হত্যার বিচার চেয়েছেন মিনহাজুর রহমানের স্ত্রী


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক রাইজিংবিডিকে বলেন, “মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।” 

মিনহাজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে। ঢাকায় সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

মিনহাজ বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান তার ভগ্নীপতি খালিদ মাহফুজ। তিনি বলেন, “কেন তাকে এভাবে হত্যা করা হলো। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।”

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়