ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

মহাখালী রেলগেটে পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫
মহাখালী রেলগেটে পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদেরকে ঘিরে রেখেছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন পুলিশ ও এপিবিএন সদস্যরা। রেলগেটের পশ্চিম দিকে জলকামান রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সেখানে থাকা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে দুপুরে ঢাকা রেলস্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে ট্রেনটি উল্টোপথে ফিরে যায়। 

সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাখালী রেলগেটে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলছিল।

এর আগে দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে, আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা/রায়হান/রফিক   


সর্বশেষ

পাঠকপ্রিয়