ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হেলালের পিএস চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
শেখ হেলালের পিএস চার দিনের রিমান্ডে

মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোসেন মুহাম্মদ মুরাদকে গ্রেপ্তার করে ডিবি

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোসেন মুহাম্মদ মুরাদকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলনে অংশ নেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা। ওই দিন বেলা সাড়ে ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১০১ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়