ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

কাশেমের জানাজায় আ.লীগ নিষিদ্ধের দাবি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কাশেমের জানাজায় আ.লীগ নিষিদ্ধের দাবি 

বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠে আবুল কাশেমের জানাজা হয়

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের রাজবাড়ি মাঠে আবুল কাশেমের জানাজা হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। 

তারা বলেছেন, “পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেলের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এ হামলায় শহীদ হয়েছেন আবুল কাশেম। কাশেমের রক্তের বদলা নেব আমরা। স্বৈরাচারের দোসররা এখনো গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে আওয়ামী লীগকে সেভাবে নিষিদ্ধ করতে হবে।”

জানাজার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। 

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করা হয়। তাদেরকে আটকে রেখে মারধর করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন। পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের কর্মী আমজাদ হোসেন মোল্লা। 

ঢাকা/রেজাউল/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়