বাসার ভেতর ইয়াবা, দুই নারী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ও ভয়ঙ্কর মাদক ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের কোতোয়ালি সার্কেল। এ সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি সার্কেল ইন্সপেক্টর মো. শাহজালাল ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়াস্থ একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে প্রথমে রোকসানা ও জ্যোৎস্নাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানোর মতে বাসার ভেতরে ভ্যানিটি ও ট্রাভেল ব্যাগে থাকা পৃথক ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
ঢাকা/মাকসুদ/এনএইচ