হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো বিপুল পরিমাণ গাঁজা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও তাফসির
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. তাফসির নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী বসুন্ধরা আবাসিকের ওই বাসা থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাফসির পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৯ এপ্রিল) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাফসিরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া থেকে জানানো হয়, বুধবার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরবর্তিতে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এরপর নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও দেখানো মতে বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসার ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
ভাটারা থানা সূত্র জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই গাঁজা তাফসির বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ঢাকা/এমআর/টিপু