ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুগদা হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, ৩০ দালাল আটক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৪ এপ্রিল ২০২৫  
মুগদা হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, ৩০ দালাল আটক 

মুগদা জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় পুলিশ-সেনাবাহিনীর যৌথ এ অভিযান চালানো হয়। অভিযান চলে দুপুর পর্যন্ত।

এ সময় অনেকে দালাল পালিয়ে গেলেও বেশ কিছু দালালকে যৌথ বাহিনী আটক করে। এসব দালালরা হাসপাতালে আগত রোগী এবং স্বজনদের হয়রানির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করছিল। 

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, অভিযানে ৩০ জনের মতো দালাল আটক হয়েছে। এরপর থেকে ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। শেষ হলে নিশ্চিত করে বলা যাবে কতজনকে সাজা কিংবা জরিমানা করা হয়েছে।

ঢাকা/এমআর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়