ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১০ মে ২০২৫  
সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার থেকে  যমুনার সামনে ও এর আশপাশ এলাকায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচির পালনের মধ্যে এ বিজ্ঞপ্তি এলো। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডে যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, সচিবালয় ও আশেপাশে এলাকা ঘিরে সভা সমাবেশ মিছিল হওয়ায় গত বছর ২৬ অগাস্ট তৎকালীন পুলিশ কমিশনার মাইনুল হাসানও একই ধরনের গণ বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

এছাড়া, গত ১৩ মার্চও একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে ঘোষণা করা হলেও সেটি তুলে নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়