ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১১ মে ২০২৫   আপডেট: ১৫:১৯, ১১ মে ২০২৫
আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহতরা

এবার আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড়ের আশেপাশের রাস্তা বন্ধ রয়েছে।

রবিবার (১১ মে) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় জুলাই সনদ প্রকাশ ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও করেন তারা।

জুলাই আন্দোলনে আহত যোদ্ধা কোরবান শেখ হিল্লোল রাইজিংবিডিকে বলেন, ‘“আমরা এখন আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি করছি এবং অতিদ্রুত জুলাই সনদ প্রকাশ করতে হবে। আমাদের আহতদের সুচিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

জুলাই আন্দোলনে আরেক আহত যোদ্ধা মো. ইমরান হোসেন রাইজিংবিডিকে বলেন, “সরকার ৯ মাসে যে সনদ দিতে পারেনি এখন তারা ১ মাসে সেই জুলাই ঘোষণাপত্র দিবে, এটা আমাদের বিশ্বাস করতে বলল আর আমরা মেনে নিবো সেটা কি করে হয়। আমাদের আহত যোদ্ধারা এখনো অনেকে সুচিকিৎসা পাচ্ছে না। তাই বলছি আমাদের তিন দফা সম্পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”

শাহবাগ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর রাইজিংবিডিকে বলেন, “শাহবাগ মোড় সকল থেকে অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে। তবে এই রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ আছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।”

ঢাকা/রায়হান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়