বিপু সিন্ডিকেটের দুর্নীতি-অনিয়ম
১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব করে দুদকের চিঠি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রতীকী চিত্র
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড-পিডিবি’র চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বিদ্যুৎ কেন্দ্রের তালিকা উল্লেখ করে নথিপত্র চাওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বলেন, “স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণগ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি দুদকের অনুসন্ধান কর্মকর্তা নথিপত্র তলব করে পিডিবিতে চিঠি দিয়েছেন। অনুসন্ধান টিম আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে।”
দুদক যেসব রেকর্ডপত্র তলব করেছে তার মধ্যে রয়েছে- বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে এরসঙ্গে সংযুক্ত তালিকায় বর্ণিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ২০০৯ এর জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৫৮৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের যেগুলোর চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব পাওয়ার পারসেজ অ্যাগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টসহ (পিপিএ) সম্পাদিত সব চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন এবং চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধকৃত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যসহ সংশ্লিষ্ট যে কোনো রেকর্ডপত্র।
চাহিদাকৃত রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধ করেছেন অনুসন্ধান টিমের প্রধান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পাঁচ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/টিপু