ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের এক দিন পর বস্তায় শিশুর ঝলসানো লাশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৪ মে ২০২৫  
নিখোঁজের এক দিন পর বস্তায় শিশুর ঝলসানো লাশ 

ঢাকার তেজগাঁওয়ে নিখোঁজের এক দিন পর রোজা মনি নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার আগে অথবা পরে গরম পানি বা দাহ্য কিছু দিয়ে তার শরীর ঝলসে দেওয়া হয়। 

বুধবার (১৪ মে) সকালে তেজগাঁও থানার উপ-পরিদর্শক এস আই আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি রাইজিংবিডিকে জানান। তবে কে বা কারা কেন শিশুটিকে হত্যা করে শরীর ঝলসে দিয়েছে এখনও জানা যায়নি বলে তিনি জানান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন; এলাকায় মাইকিংও করা হয়।

পরের দিন বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। 

শিশুটির মা তার সাত সন্তানকে নিয়ে তজকুনিপাড়া এলাকায় থাকেন। বাবা মালয়েশিয়া প্রবাসী। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। প্রবাসে বাবার তেমন উপার্জন না থাকায় তেজজুনি পাড়ায় সাড়ে ৩ হাজার টাকায় একটি টিনশেড ঘর ভাড়া নেন। শিশুর মা গৃহকর্মীর কাজ করেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়