ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৬ মে ২০২৫   আপডেট: ১৫:০৯, ১৬ মে ২০২৫
সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।

শুক্রবার (১৬ মে) ১২টার একটু আগে কর্মসূচি পালন করতে ঢাবি রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। পরে একটি প্রতিনিধি দল থানার ভেতরে প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদ কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার  মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া পুলিশি পাহারায় তাকে পালাতে সাহায্য  করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়াও নিহত সাম্যের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়