ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৭ মে ২০২৫   আপডেট: ১৯:০১, ১৭ মে ২০২৫
সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

ঢাকা থেকে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালের ৯ এপ্রিল সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপ-নির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। 

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। 

ঢাকা/এমআর/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়