ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গেন্ডারিয়া থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২১ মে ২০২৫  
গেন্ডারিয়া থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার

পুরোনো ঢাকার গেন্ডারিয়া থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেল। 

’অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (২০ মে) দুপুরে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ এবং ১০৬ ক্যান বিয়ারসহ মো. সজল নামে এক  মাদক কারবারীকে গ্রেপ্তার করে। সজল মাদক গুলশান থেকে সংগ্রহ করে তার বাসায় সংরক্ষণ করত। ঈদ উপলক্ষে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করছিল সে। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা/এম/আর

সর্বশেষ

পাঠকপ্রিয়