বাড্ডায় ফিল্মি স্টাইলে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুব কাছ থেকে বিএনপি নেতা সাধনকে গুলি করা হয়। ছবি ভিডিও থেকে নেওয়া।
ঢাকার মধ্যবাড্ডায় ফিল্মি স্টাইলে কামরুল আহসান সাধন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
রবিবার (২৫ মে) রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরো দুই-তিন জনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুই জন হেঁটে এসে খুব কাছ থেকে সাধনকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য সাধনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ঢাকা/এমআর/ইভা