ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

ঈদুল আজহা: সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৬ জুন ২০২৫  
ঈদুল আজহা: সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এ বছরও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সারা দেশে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল প্যাট্রল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটর করা হচ্ছে।”

এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে।

তিনি বলেন, “রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।”

ইন্তেখাব চৌধুরী বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সব বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তিনি বলেন, “ঢাকা অভিমুখী পশুবহনে চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে র‌্যাবের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে।”

আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, “গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্রগুলোতে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।”

ঢাকা/আসাদ/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়