ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাদীকে বিয়ের পর জামিন পেলেন নোবেল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৪ জুন ২০২৫  
বাদীকে বিয়ের পর জামিন পেলেন নোবেল 

মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালতে নোবেলকে হাজির করা হয়।

অপহরণের পর ইডেন কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় করা মামলায় বাদীকে বিয়ের পাঁচ দিন পর জামিন পেলেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের আদেশ দেন।

নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানিন শুনানি করেন। এসময় বাদী আদালতে উপস্থিত আছেন।

বিচারক বাদীকে জিজ্ঞাসা করেন, “আপনাদের মধ্যে কি আপোষ হয়েছে? আসামি জামিন পেলে কি আপনার কোন আপত্তি আছে?  তখন বাদী বলেন, না স্যার। আমার কোনো আপত্তি নেই।” 

শুনানিকালে নোবেলকেও আদালতে হাজির করা হয়।

গত ১৮ জুন ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালত নোবেলের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নোবেল এবং ওই তরুণীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করে তা আদালতকে জানানোর নির্দেশ দেন। পরদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরই নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা/এম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়