ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৫ জুন ২০২৫  
নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে জুতার মালা পরানোসহ মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের তিন জনকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন-ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।

বুধবার (২৫ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

গত রবিবার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনে। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই সজীব হাসান মঙ্গলবার মামলা করেন।

মামলার আগে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। হানিফের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বুধবার ধার্য করেন।

এদিকে এদিন মোজাম্মেল হক ঢালী এবং কাইয়ুম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট এনামুল হক।

হানিফের পক্ষে তার আবদুল ফারুক জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনযোগ্য ধারায় অপরাধের অভিযোগ থাকায় আগামী ধার্য তারিখ ২৮ জুলাই পর্যন্ত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

ঢাকা/এম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়