ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৯ জুন ২০২৫  
শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির থেকে জানা যায়, ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৫ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বাপ্পি তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ডিবি সদস্যদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছে।

যুগ্ম পুলিশ কমিশনার আরও জানান, সম্প্রতি ফকিরাপুল এলাকায় ডিবি সদস্যরা একটি গোপন অভিযানে গেলে বাপ্পি ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই ঘটনার পর থেকেই ডিবি দল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরদার অভিযান শুরু করে। এই হামলার পেছনের কারণ এবং বাপ্পির সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ঢাকা/এমআর//

সর্বশেষ

পাঠকপ্রিয়