ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মগবাজারে হোটেল থেকে উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, যা জানালেন চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৩০ জুন ২০২৫   আপডেট: ১৭:২৫, ৩০ জুন ২০২৫
মগবাজারে হোটেল থেকে উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, যা জানালেন চিকিৎসক

মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম বলেন, ‘‘পুলিশ সুরতহাল রিপোর্টে খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুর কথা উল্লেখ করেছে। মরদেহের সিমট্রম (লক্ষণ) দেখে আমাদেরও সেটাই মনে হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এটি পর্যালোচনার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারব।’’

আরো পড়ুন:

এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, তিন মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) রাতে মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি আবাসিক হোটেলে উঠেন সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও ছেলে আরাফাত। সন্তানকে ডাক্তার দেখাতে সপরিবারে ঢাকায় এসেছিল ওই দম্পতি। পরে ওই হোটেল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/এমআর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়