ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তাজিয়া মিছিল ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা বলয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৩ জুলাই ২০২৫  
‘তাজিয়া মিছিল ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা বলয়’

ফাইল ফটো

পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। 

বৃহস্পতিবার (৩ জুলাই)  সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “তাজিয়া মিছিলের সামনে, মধ্যে এবং পেছনে পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। একইসঙ্গে মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকানপাট অপসারণ করা হবে।”

তিনি আরো জানান, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এলাকাভিত্তিক চেকপোস্ট বসানো হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের প্রতিও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।” 

মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনাও দেন মো. সারওয়ার। তিনি জানান, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। এছাড়া, ধাতব ও দাহ্য পদার্থ এবং কোনো ধরনের চাকু বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম আশ্বস্ত করে বলেন, “আশুরার তাজিয়া মিছিল নিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়