ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:১২, ৬ আগস্ট ২০২৫
ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বদলি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

আরো পড়ুন:

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, রাজশাহীর সারদায় সংযুক্ত, পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ওএসডি থাকা কর্মকর্তাদের পুনরায় যুক্ত করা বাহিনীর জন্য ইতিবাচক। এতে অভিজ্ঞ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে। এ ধরনের একযোগে পদায়ন পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনাকে গতিশীল করবে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়